Showing posts with label spices. Show all posts
Showing posts with label spices. Show all posts

Tuesday, May 24, 2016

Home made pure CHAT MASALA

How to Make Chat Masala


Different Chat Masala available in the Market, but I make it myself for authentic and pure taste. 
In fact, if you're a serious cook, and don't want to compromise with taste, then you have to make the spices yourself, with right quality and quantity ingredients.
Let's learn how to make Chat Masala.


Ingredients - 

For 25 g Chat Masala you need 
1 tsp Cumin, 
1 tsp Coriander,
1 tsp Bengali five spices (paanch phoron) 
1 tsp Black pepper 
1 tsp Ajwain, 
2 dry chili
one pinch asafoetida
1 tsp Mango powder 
1 tsp black salt


Dry roast 1 tsp each, Cumin, Coriander,five spices, Black pepper, Ajwain, 2 dry chili with one pinch asafoetida
Grind and blend well. Add, 1 tsp Mango powder, 1 tsp black salt. Mix well. 
Your chat Masala is ready.
Keep in a tight container. 


See More - Grilled Mango drinks Bonanza

How to Make Chat Masala at home - চাট মশলা ঘরেই বানান

কীভাবে চাট মসলা বানাবেন


আপনি যদি স্বাদের সঙ্গে কোন আপস করতে না চান, তাহলে বাজার চলতি মশলা আপনার চলবে না। নিজেকেই মশলা বানিয়ে হবে। বাজারে অনেক রকম চাট মশলা পাওয়া যায়। আমি কিন্তু, আমার রান্নায় সেগুলো ব্যবহার করিনা।
সঠিক পরিমাণে এবং সঠিক গুণের উপকরণ ব্যবহার করে কীভাবে চাট মশলা বানাই সেটা দেখাচ্ছি।

২৫ গ্রা চাট মশলা বানাতে লাগবে

1 চা চামচ জিরা,

1 চা চামচ ধনে,

1 চা চামচ পাঁচফোড়ন

1 চা চামচ গোলমরিচ
1 চা চামচ জোয়ান,
2 টো শুকনো লঙ্কা
এক চিমটি হিং
1 চা চামচ আমচুর পাউডার
1 চা চামচ বীট লবণ

প্রথমে, তেলহীন শুকনো তাওয়া/চাটুতে 1 চা চামচ জিরা, 1 চা চামচ ধনে, 1 চা চামচ পাঁচফোড়ন, 1 চা চামচ গোলমরিচ, 1 চা চামচ জোয়ান, 2 টো শুকনো লঙ্কা, এক চিমটি হিং দিয়ে ভেজে নিন।
তারপর ভালো করে গুঁড়ো করে মিশিয়ে নিন।
এবার, 1 চা চামচ আমচুর পাউডার, 1 চা চামচ বীট লবণ মিশিয়ে ভাল করে মিশিয়ে নিয়ে, একটা শক্ত করে মুখ বন্ধ হওয়া কৌটোয় রেখে দিন। 

Tuesday, May 10, 2016

Essential Healthy Spices

We use various spice in our cooking for making it spicy and tasty. Our regular spices are also beneficial for our health and body.
Let's know which spice is beneficial for what.


Fenugreek seed: Fenugreek is very good for new mothers. Fenugreek seeds increase the amount of breast-milk.Reduces blood sugar and the amount of cholesterol as well.


Turmeric: It helps in different  skin diseases, diabetes, etc. 


Black Pepper: It's very useful to reduce diseases such as bowel problems, muscle pain, cough & cold.


Saffron \ kesara: Helps to cure skin diseases, respiratory problems.


Asafoetida : It relieves whooping cough, gastritis pain.


Cloves: Cloves are very beneficial to teeth and gum problems. Also reduce chest pain, fever, cold & cough, abdominal pain.


Nutmeg: It's beneficial to heart problems.


Bay Leaf: Bay leaf is natural anti-bacterial and anti-fungal elementary spice


Cinnamon: normally produces insulin and helps to regulate blood pressure.


Cardamom: Cardamom reduces breathing problems and diabetes.


Coriander: coriander helps to reduce allergies, arthritis pain, digestive problems.


Cumin: Cumin provides Iron. Thus it helps to improve the immune capacity of the body.


See more - Easy Weight Loss

Friday, April 22, 2016

Cumin Seeds – The Delightful Spice!



Cumin Seeds – The Delightful Spice



Why it is called so?

Besides its culinary uses, this aromatic spice is known for its medicinal properties since ancient times. Being an excellent source of iron, it aids in digestion, boosts the immune system and has anti-carcinogenic properties.

It contains about 100 chemical compounds including vitamins, proteins, carbohydrates, minerals and fatty acids. They are known for their healing qualities.

* Regular usage of cumin in your food helps in keeping your skin free from boils, rashes, pimples etc. This is because it has components such as Cuminaldehyde , Thymol and phosphorus which are good detoxifying agents. Applying vinegar with ground cumin seeds could be benefited for acne or boils.

* Cumin has a high content of vitamin E which keeps your skin healthy and glowing.


* Combination of antioxidant effect and antibacterial capacity of cumin provides you with a healthy, beautiful skin that lasts far into your old age.


*Put some cumin seeds in boiled water. Once it is cooled, take a bath with that water to get relief from body heat and skin itchiness

* Drinking cumin water can relieve the burning sensation of the palms and the soles .Add one teaspoon of cumin seeds to 4 litres of water and boil.
Remove it from the heat and keep it covered.
You can drink this water (preferably warm) whenever you feel thirsty as well as after your meals.


* Prepare a face pack by mixing finely ground turmeric and cumin in the ratio 3: 1.

In order to prepare a peel off face mask, you can use honey instead of water to mix both the ingredients. Apply this on your face and wait till it dries up.
Wash off.
This will make your skin smooth and glowing.


* Black cumin is known to combat thinning of hair, baldness and falling hair . 


* Black cumin seeds can provide you with those long and lustrous tresses.


*Oil extract from cumin is a great stimulant, carminative, antioxidant and diuretic. It is often used for massage in aromatherapy and scalp treatments to get rid of dandruff .



জিরার উপকারিতা

জিরার উপকারিতা



এ এক এমন 'মশলা' যার ততটাই কারিকুরী, ততটাই 'জিরা'জারী! 
হ্যাঁ, 'জিরা'জারী মানে, জিরার কথাই বলছিলাম। যে জিরা আপনি রানাবান্নায় হয়ত ব্যবহার করেন, কিন্তু
স্রেফ রান্নার জন্য ব্যবহার করার মধ্যেই জিরা র সবগুণ শেষ নয়! 

আপনি হয়ত, জিরার ঔষধি গুণের কথা মনেই আনেন নি! 
জিরা শুধু, মশলাই নয়, বহু ঔষধি গুণ সম্পন্ন! 
আসুন দেখে নিই, জিরা আপনার সাধারণ রোগ-ব্যারামে কত অনন্য কাজ দেয়!

১.আপনার ত্বক কে সুন্দর রাখতে জিরার বিকল্প কেবল জিরাই! ভিনিগার এর সাথে জিরাগুঁড়ো মিশিয়ে মাখলে ব্রণ জাতীয় ত্বকের 
সমস্যা থেকে মুক্তি পাবেন। 
২. জিরাতে প্রচুর ভিটামিন ঈ থাকার জন্য আপনার ত্বক থাকে উজ্জ্বল আর স্বাস্থ্যবান ! 

৩. জিরাতে অ্যান্টিওক্সিডেন্ট আর অ্যান্টিব্যাক্টেরিয়া উপাদান থাকার জন্য আপনার ত্বকে বয়সের ছাপ পড়তে দেয় না।
৪. দু'লিটার জলে ১ চা চামচ জিরা দিয়ে ফুটিয়ে নিন। ঠান্ডা হলে, সেই জল, স্নানের জলের সঙ্গে মিশিয়ে স্নান করলে চামড়ার চুলকানি 
বা শরীরের তাপমান জনিত সমস্যা থেকে মুক্তি পাবেন

৫. হাতের পায়ের তালুর জ্বালা করার সমস্যা থেকে রেহাই পেতে ৪ লিটার জলে ১ চা চামচ জিরা দিয়ে ফুটিয়ে নিন। এবার ঠাণ্ডা করে 
ঢাকা দিয়ে রাখুন। তৃষ্ণা পেলে বা খাওয়ার পরে সেই জল পান করুন। দারুণ উপকার পাবেন।

৬. ৩ ভাগ গুঁড়ো হলুদের সঙ্গে ১ভাগ জিরা গুঁড়ো মিশিয়ে ফেসপ্যাক তৈরী করে নিন। পীল-অফ মাস্ক বানাতে চাইলে জলের বদলে মধু 
মিশিয়ে ফেসপ্যাক তৈরী করে মুখে লাগান। আধঘণ্টা পরে ধুয়ে নিলেই দেখবেন আপনার মুখের ঔজ্জ্বল্য! 

৭. চুল পাতলা হয়ে যাওয়া, উঠে যাওয়া প্রভৃতি সমস্যা থেকে মুক্তি দেয় কালো জিরা। 

৮. কালো জিরার তেল অ্যারোমাথেরাপি এবং খুসকি র সমস্যায় ভীষণ উপকারী।