Showing posts with label Shrimp recipe. Show all posts
Showing posts with label Shrimp recipe. Show all posts

Sunday, July 24, 2016

Shrimp in Bottle Gourd - World class Bengali cuisine

Bengali cuisine not yet get its due acceptance to global gourmets, since lack of presentation. This, Shrimp in Bottle Gourd, is such a nice recipe that, if presented before global gourmets, it definitely get appreciation.
Let's see how! 


For 4 persons you need 
Ingredients - 
250 gm small shrimp
1 Kg Bottle Gourd (small squarely chopped)
2-3 bay leaf
1 tsp cumin seed
2 tsp turmeric powder
1 tsp ginger paste
1 tsp coriander powder
1 tsp cumin powder 
1/2 tsp dry red chili powder
1tsp poppy seed and 1 tsp sesame seed paste
2 tbsp grated coconut, 
4-5 green chili (slit )
50 gm Mustard oil
2 tsp cow ghee
1 tsp dry roasted cumin powder
salt to taste

Method - 
Get the shrimps washed and rinsed. Fry the shrimps with little salt and 1/2 tsp turmeric powder. set aside.
Get the bottle gourd small squarely chopped. Now heat oil in a pan. 
Add 2-3 bay leaf, 1 tsp cumin seed. Put the chopped bottle gourd. 
Put on a lid. Let it boil and ooze out moisture. 
When get boiled. open the lid. Keep aside the boiled gourd.
Now, add 2 tsp oil in the pan. Add 1 tsp ginger paste, 1 tsp coriander powder, 1 tsp cumin powder, 1/2 tsp dry red chili powder, mix well. Add little water to prevent the masala get burnt. 
Add  1 tsp poppy seed and 1 tsp sesame seed pasted together,
2 tsp grated coconut, 4-5 slit green chili. mix and cook for 4 minutes. 
Now add boiled gourds and fried shrimps.
Put on a lid. Cook till all the moisture dried up.
When moisture dries up, open the lid. Add 2 tsp cow ghee, 2 tsp dry roasted cumin powder. Stir and mix.
Take off from flame. 
Your Shrimp in Bottle Gourd is ready. 
Serve this delicious dish at regular meal!



See More - 
Shahi Prawn Malaikari

Lau Chingri - লাউ চিংড়ী

লাউ-চিংড়ী খায়নি এমন বাঙালি খুঁজে পাওয়া কঠিন! এত সুস্বাদু এই পদ কেন বিশ্বের খাদ্যরসিকদের পাতে পৌঁছয়নি সেটা বোঝা আরও কঠিন!

আসলে, অনেক বিশ্বমানের বাঙালি পদই আজও বিশ্বের দরবারে অপরিচিত, কারণ, বাঙালি এই সব অনবদ্য রান্না কে সঠিক ভাবে তুলে ধরাই হয়নি!
আসুন, আমরা একটু চেষ্টা করে দেখি!

4 জনের জন্য আপনার লাগবে

উপকরণ -
250 গ্রাম ছোট চিংড়ি
1 কেজি লাউ (ছোট চৌকো করে কাটা)
2-3 তেজপাতা
1 চা চামচ জিরা
2 চা চামচ হলুদ গুঁড়া
1 চা চামচ আদা বাটা
1 চা চামচ ধনে গুঁড়া
1 চা চামচ জিরা গুঁড়া
1/2 চা চামচ শুকনো লাল মরিচ গুঁড়া
1চা চামচ পোস্তদানা ও 1 চা চামচ চারমগজদানা পেস্ট
2 টেবিল চামচ কুরানো নারকেল,
4-5 কাঁচা লঙ্কা (চেরা)
50 গ্রাম সরিষা তেল
2 চা চামচ গব্য ঘি
1 চা চামচ শুকনো ভাজা জিরা গুঁড়া
লবণ স্বাদ মতো

পদ্ধতি -
চিংড়িমাছ গুলো ধুয়ে সামান্য লবণ এবং 1/2 চা চামচ হলুদ গুঁড়া দিয়ে ভেজে আলাদা করে তুলে রাখুন।একটা পাত্রে তেল গরম করে, 2-3 তেজপাতা, 1 চা চামচ জিরা ফোড়ন দিন।
কেটে রাখা লাউ গুলো ঢেলে দিন। স্বাদ মতো লবণ এবং 1 চা চামচ হলুদ গুঁড়া মিশিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিন।
লাউ থেকে প্রচুর জল বেরোয়। তাই, ভাল করে জল শুকিয়ে না যাওয়া পর্যন্ত ঢাকা দিয়ে রাখুন।
সেদ্ধ হয়ে গেলে একটা পাত্রে লাউগুলো ঢেলে আলাদা রাখুন।
এবার একটা পাত্রে, 2 চা চামচ তেল গরম করুন। 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ ধনে গুঁড়া, 1চা চামচ জিরা গুঁড়া, 1/2 চা চামচ শুকনো লাল মরিচ গুঁড়া ঢেলে ভাল করে নাড়াচাড়া করে কষতে থাকুন। সামান্য একটু জল দিন, যাতে মশলাগুলো পুড়ে না যায়।
1 চা চামচ পোস্তদানা ও 1 চা চামচ চারমগজদানা পেস্ট মিশিয়ে দিন।
2 চা চামচ কুরানো নারকেল, 4-5 কাঁচা লঙ্কা চেরা মিশিয়ে নাড়তে থাকুন।
এরপর সেদ্ধ লাউ এবং ভাজা চিংড়ি ঢেলে দিন।
ঢাকা দিয়ে রান্না করুন, যতক্ষণ না সব জল বেরিয়ে শুকনো হচ্ছে ততক্ষণ পর্যন্ত।
জল শুকিয়ে এলে, ঢাকনা খুলে  2 চা চামচ গাওয়া ঘি এবং 2 চা চামচ শুকনো ভাজা জিরা গুঁড়া মিশিয়ে মিনিট দুয়েক নাড়তে থাকুন।
আঁচ থেকে নামিয়ে নিন!
ব্যস! আপনার লাউ-চিংড়ি রেডি!
এই সুস্বাদু পদ আপনার নিয়মিত খাবারের সঙ্গে পরিবেশন করুন!

আরও দেখুন -
কীভাবে বানাবেন ডাব চিংড়ী