Friday, April 29, 2016

Health benefit of Garlic in empty stomach

সকালে খালি পেটে কাঁচা রসুন খাওয়ার উপকারিতা
প্রতিদিনই রান্না করা খাবারের সঙ্গে রসুন খেয়ে থাকি আমরা সবাই। যা খাবারের স্বাদ বাড়ায়। কিন্তু আমরা কখনো কি ভাবি এই রসুন আমাদের শরীরের জন্য কতটা উপকারী? কেউ কেউ হয়তো ভাবতে পারেন তবে বেশিরভাগ থাকবেন না ভাবার দলে। যারা ভাবেন না তাদের জন্য আরেকটি তথ্য। খালি পেটে কাঁচা রসুন শরীরের জন্য খুবই উপকার, যা রান্না করা রসুনে আপনি পাবেন না।
কেন খাবেন?
খালি পেটে রসুন খেলে রসুনের কার্যকারিতা আরো বেড়ে যায়, এটি পরিণত হয় একটি শক্তিশালী অ্যান্টিবায়োটিকে। গবেষকদের মতে খালি পেটে রসুন খাওয়া হাইপারটেনশন ও স্ট্রেস কমাতে সহায়তা করে, অন্যদিকে হজমের গণ্ডগোল রোধ করে। স্ট্রেস থেকে পেটে গ্যাসের সমস্যা হলে সেটাও প্রতিরোধ করে খালি পেটে রসুন।

এছাড়া, পেটের গণ্ডগোল জনিত অসুখ, যেমন ডায়রিয়া হলে এই খালি পেটে রসুন দ্রুত তা সারিয়ে দেয়। সকালে খালি পেটে রসুন খাওয়া শরীরের রক্ত পরিশুদ্ধ করে ও লিভারের ফাংশন ভালো রাখতেও সহায়তা করে।

কীভাবে খাবেন?
খালি পেটে রসুন অবশ্যই খেতে হবে সকালে, নাস্তা করার আগে। চিবিয়ে খেতে না চাইলে জল দিয়ে গিলে ফেলুন দুই কোয়া রসুন। তবে হ্যাঁ, অবশ্যই টুকরো করে নেবেন।

উল্লেখ্য, যাদের রসুনে অ্যালার্জি আছে তারা এড়িয়ে চলুন।

No comments:

Post a Comment